Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

স্বরাষ্ট মন্ত্রণালয়ের অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর ক্ষুদ্রতম কার্যালয় হল পুলিশ ষ্টেশন বা থানা। ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৪(১) ধারার মতে পুলিশ ষ্টেশন বা থানা হল যে কোন কেন্দ্র বা এলাকা যা সরকার কর্তৃক ঘোষিত। এটি তদন্ত কার্যের ইউনিট হিসেবেও কাজ করে থাকে। কোন কোন থানার অধীনে পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প আছে,   যা এস.আই বা এ.এস.আই দ্বারা পরিচালিত হয়।   কিন্তু সেইগুলি তদন্তকার্যের কেন্দ্র নহে।

থানার উল্লেখ্য যোগ্য কার্যক্রমের মধ্যে মামলা রেকর্ড, সাধারণ ডাইরী, দন্ডবিধি ১৫৪ ধারা প্রতিপালন, অপমৃত্যু মামলা, অধর্তব্য মামলা লিপিবদ্ধকরণ, আগ্নেয়াস্ত্র জমা রাখা, পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদান, চাকুরীর ভেরিফিকেশন করা, দিনে ও রাত্রে টহল দেওয়া, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল করা ইত্যাদি। থানার কার্যক্রমের প্রদান উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রন করা, তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা ইত্যাদি।